• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

বিরামপুরে ফিলিং স্টেশনে আগুন 

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৩  

দিনাজপুর জেলার বিরামপুরে বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে মহাসড়কের রেলগেট এলাকায় শারমিন ফিলিং স্টেশনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্ঠায় প্রায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রনে আসে।

জানা গেছে, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর রেলগেট এলাকায় বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলীর মালিকানাধীন শারমিন ফিলিং স্টেশন রয়েছে। বুধবার বিকেল তিনটার দিকে তেল বাহী লরি ট্রাংকির ট্রাক থেকে তেল  ফিলিং স্টেশনের পেট্রোলের রিজার্ভ ট্যাংকে ভতি করার সময় হঠাৎ করে আগুন ধরে যায়। মুহুর্তে সে আগুন ভীতিকর কুন্ডুলিতে পরিনত হয়। এই সময় ফিলিং স্টেশনের পেট্রোলের রিজার্ভ ট্যাংকের মুখের সাথে তেল বাহী লরি ট্রাংকির ট্রাক  ও মিনি ট্রাক দুইটি ছিল।

শারমিন ফিলিং স্টেশনের তেল বাহি লরি ট্রাক ড্রাইবার নজরুল ইসলাম বলেন, বিকেল তিনটার দিকে তেল বাহী লরি ট্রাংকির ট্রাক থেকে তেল  ফিলিং স্টেশনের পেট্রোলের রিজার্ভ ট্যাংকে ভতি করার সময় হঠাৎ করে আগুন ধরে যায়। কোন রকমে লরি ট্রাকটি সরাতে পেরেছি । এই সময় সে একাই সেখানে উপস্থিত ছিল বলে জানান।

বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুল আজিজ জানান, খবর পেয়ে তারা আগুন নিভানোর চেষ্টা শুরু করেন। তাদের সাথে ফুলবাড়ি ও নবাবগঞ্জের আরো দু’টি ইউনিট যোগ দেয়। সকলের প্রচেষ্ঠায় প্রায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –